কেরুজ চিনিকলের নতুন এমডি মোশারফ হোসেন

দর্শনা অফিস: কেরুজ চিনিকলসহ দেশের ৪ টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের রদবদল করা হয়েছে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক পদে আসছেন সাবেক মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন। গতকাল সোমবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল রফিকুল ইসলাম ও ব্যবস্থাপক (প্রশাসন) সাদেকুর রহমানের যৌথ স্বাক্ষরিত পত্রে জানা যায়, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদকে পদোন্নোতি দিয়ে সদর দপ্তরে প্রধান (পরিদর্শন ও তদন্ত) , মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, কেরুজ চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেনকে কেরুজ চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক, কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানকে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), সদর দপ্তরের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পিডিএম) আখলাছুর রহমানকে জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তবে চলতি সপ্তাহের যেকোনো দিন মোশারফ হোসেন কেরুজ চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছেন।

Comments (0)
Add Comment