দেশের সর্ববৃহত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ২০২১-২২ মাড়াই মৌসুমের আখ মাড়াই শেষ হয়েছে। ৮৪ বছরের ইতিহাসে এবার সর্বনিম্ন আখ মাড়াই করে চিনিকলটি। শুধু আখ মাড়াইয়ের ক্ষেত্রেই নয়, চিনি আহরণের হার ও উৎপাদন সব ক্ষেত্রেই ছিল সর্বনিম্ন রেকর্ড। ২০২০-২১ অর্থবছরে আখ মাড়াই মৌসুমে মিলটির চিনি বিভাগে ৬৯ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়। তবে এবারের লোকসানের পরিমাণ ৭০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।