জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেডিকে ইউনিয়নের কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির টিম প্রধান ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। কেডিকে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন মাস্টার ও মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাসের পৃথক-পৃথক সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সমন্বয় টিমের সদস্য ও সীমান্ত ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন। স্বাগত বক্তব্য রাখেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস, কেডিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান টুটু, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এসএম শামীম হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজন আহমেদ, কেডিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সাব্বির হোসেন জুয়েল প্রমুখ।