কুড়ুলগাছি বাজারে মুদি দোকানে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি : সিসি টিভিতে চোর সনাক্ত

 

কার্পাসডাঙ্গা/ ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ বেশকিছু মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকান মালিক। চুরির ঘটনায় চোর সনাক্ত হয়েছে। জানাগেছে, গতকাল সোমবার দিনগত রাত ১ টার দিকে কুড়ুলগাছি বাজারের মামুন স্টোরে দোকানের উপরের টিন কেটে ভিতরের ঢুকে নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ৭০ হাজার টাকার সিগারেট চুরি করেছে চোরেরা। দোকানের ভিতরে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত হয়েছে। এদিকে চুরির খবর শোনার পরে সকালে ঘটনাস্থলে দর্শনা থানা পুলিশ ছুটে আসেন। মামুন স্টোরের মালিক জুব্বার আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার দোকানের উপরের টিন কেটে ভিতরে ঢোকে। পরে দোকানের টাকার ড্রয়ারে থাকা প্রায় ৩০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি হয়েছে। সিগারেট মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে বলে জানান। দোকানে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত করেছে দোকান মালিক।
Comments (0)
Add Comment