জামজামি প্রতিনিধি: কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল রোববার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খন্দকার সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত অ্যাড. খন্দকার আব্দুল হামিদের ছেলে এবং সাংবাদিক কেএ মান্নানের চাচাতো ভাই। মরহুম অ্যাড. খন্দকার আব্দুল হামিদ চুয়াডাঙ্গা জেলার জজ কোর্টের সাবেক সিনিয়র আইনজীবি ছিলেন। ব্যবসার সুবাদে খন্দকার সাইফুল ইসলাম কুষ্টিয়া কোর্টপাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার আকস্মিক শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসক তার শরীরে কোভিড-১৯ পরীক্ষা করেন। সেখানে রেজাল্ট নেগেটিভ হয়েছিলো। রোববার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। খন্দকার সাইফুল ইসলাম ছিলেন ৯ বোন ও ৫ ভাইয়ের মধ্যে ৪র্থ। আজ সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া ঈদগা ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ভাই খন্দকার খুরশীদ হাসান আরিফ ও বেনজীর আহমেদ।