কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত তমিজ উদ্দিন (৯০) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর এলাকার বাসিন্দা। তিনি আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, সোমবার সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সাথে মিরপুর হাসপাতালে যান। সেখান থেকে দুপুরে ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাজি আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় সামনের দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবারো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।