কুষ্টিয়া প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে কুষ্টিয়ার শত শত সোনাশিল্পীর চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। করোনার প্রভাবে জেলার সকল জুয়েলার্স বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ সমস্ত জুয়েলারি কারখানাগুলোও। এর ফলে জেলার শত শত সোনাশিল্পীর কারিগর এখন কর্মহারা।
বেশির ভাগ সোনাশিল্পীর করুণ অবস্থা। এই অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।
কুষ্টিয়া জেলা সোনাশিল্পী সমিতির সভাপতি পলান বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জানান, করোনা ভাইরাসের প্রভাবে জুয়েলারি ব্যবসাসহ বন্ধ রয়েছে সমস্ত জুয়েলারি কারখানা। বেকার হয়ে পড়েছে কুষ্টিয়া জেলার শত শত সোনাশিল্পীর কারিগর। ফলে কর্মহারা শ্রমিকদের পরিবারগণ মানবতার জীবনযাপন করছে।
এ অবস্থায় সোনাশিল্পী শ্রমিক ও পরিবারদের পাশে আজও কেউই উল্লেখযোগ্যভাবে দাঁড়ায়নি।
সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে মহামারী করোনা ভাইরাস মোকাবেলার জন্য ২৬ মার্চ থেকে আজ পর্যন্ত সোনাশিল্পী শ্রমিকগণ কারখানা বন্ধ রেখেছে।
এমন অবস্থায় আমাদের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পরেছে। এই অবস্থায় আমাদের বিষয়টি বিবেচনা করে সরকারি সহযোগিতাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে তারা।