কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে নাতনীকে ডাক্তার দেখাতে এসে ট্রলিচাপায় মাহিরন খাতুন (৫২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাহিরন খাতুন পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী। মিরপুর থানার এএসআই আনারুল ইসলাম বলেন, ‘সকালে বৃদ্ধা মাহিরন খাতুন তার ছয়মাস বয়সী নাতনী শাকিলাকে ডাক্তার দেখাতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের সামনে রাস্তা পার হবার সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাতনীর কোন ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলিটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।