কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কালীগঞ্জ বাস টার্মিনাল চত্বরে তিন উপজেলা নিয়ে গঠিত মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটে শরিফুল ইসলাম রিপন ৯৯৫ ভোট পেয়ে সভাপতি ও আব্বাস আলী ১৮৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
১৫ বছর পর অনুষ্ঠিত কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সকাল থেকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে কালীগঞ্জ শহর জুড়ে । নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬০৯ জন। ১১টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনের শুরুতে ভোটার উপস্থিতি বেশি থাকলেও দুপুরে কিছুটা কম ছিল। ভোট দিতে এসে দুপুর ২টার পর খালিশপুরের ট্রাক চালক সজল হোসেন নামের এ ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ।