কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া মাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। নিহত ব্যক্তির মাথা গামছা দিয়ে বাধা রয়েছে। ফলে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। মাদরাসা সুপারিনটেন্ডেন্ট আতিয়ার রহমান জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে এলাকার লোকজন তাকে এখানে বসে থাকতে দেখেছিলো। তবে নিহত ব্যক্তি ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে। মোবারকগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার এসএম তৌহিদুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করেন।