কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কালীগঞ্জের নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হন। গতকাল সোমবার সকাল ৯টায় কালীগঞ্জ পৌরসভার পাইকারী কাচা তরকারি হাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক বশির আহমেদ চন্দন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, গত ৩ মাসে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৫ জন কৃষকের লাউ, কাচা কলা, পুইশাক, কাচা মরিচ ক্ষেত দৃর্বুত্তরা কেটে দিয়েছে। রাতের আধারে এ গুলো ঘটনানো হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়। এ ঘটনায় কৃষকের অনেক টাকা ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত নষ্টকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।