কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত বোরাক বিশ^াসের ছেলে জাহিদ ইবনে বোরাক টিটন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ১০ টায় খুলনা সিটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী-দুটি ছেলে ও কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বিকেলে মরহুমার নিজগ্রামে রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, রঘুনাথপুর গ্রামের মেম্বার বেলাল হুসাইন বিজয় প্রমুখ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকল রাজনীতিবিদ, নানা শ্রেণিপেশার মানুষ। তিনি ঝিনাইদহের মহেশপুর মহিলা কলেজের শিক্ষক ও কালীগঞ্জ কৃষক লীগের প্রচার সম্পাদক।