কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও দর্শনার প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের এককালীন অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গা বাস মিনিবাস ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক শাখা কার্যালয়ে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কার্পাসডাঙ্গা ও দর্শনার মৃত সদস্যর পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। কার্পাসডাঙ্গা সংগঠনের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ তুলে দেন। জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডলের সঞ্চানলায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের কোষাধ্যক্ষ সাহাজুল ইসলাম মন্টু, কার্পাসডাঙ্গা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খশরু, শ্রমিক নেতা জয়নাল আবেদিন, হায়দার আলী, আব্দুল হাই মেম্বার, জাকির হোসেন, সুলতান আলী। সদস্য অরুণ, হাফিজুর রহমান, স্বপন, আলম, শফিকুল, সেলিম, মিনহাজ, মিঠু, তানজিরুল প্রমুখ। কার্পাসডাঙ্গা গ্রামের শ্রমিক সদস্য মৃত লুৎফর রহমান, মৃত শফি উদ্দিন, হরিরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পরিবারকে ১০ হাজার টাকা ও দর্শনার মৃত আব্দুল লতিফ ড্রাইভারের পরিবারকে ২০ হাজার এবং চালকের সহকারি মৃত শরিফুলের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।