কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ইসলামি প্রি-ক্যাডেট বেবি টিচিং সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২০২১ সালের ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রভাষক এমএ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রোকেয়া বেগম, শিক্ষক মো. মোস্তায়েদ, মাও. মিজানুর রহমান, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা আব্দুর রশিদ।