কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সরঞ্জাম ও স্কুল সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্পাসডাঙ্গা বিডি ০৩৩০-এর আয়োজনে বাংলাদেশ কম্প্যাশন ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় চার্চের পুরোহিত রেভা. দিপক উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিমসন বাবুল মন্ডল, সুদিন সরকার, তাপস বিশ্বাস, পাশকলিনা মন্ডল, শিক্ষক মিসেস মনি বিশ্বাস, মিসেস সুইটি মন্ডল, মিসেস লিয়া মন্ডল, মি. মাইকেল সরকার, বিপ্লব বিশ্বাস, মিসেস লাভলী চন্দ্রা বিশ্বাসসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মিসেস সুইটি মন্ডল।