কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে গৃহ নির্মাণের জন্য খাসজমি পরিদর্শন ও লে-আউট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ভৈরব নদের পাড়ে ৩য় পর্যায়ের একক গৃহ নির্মাণের জন্য খাসজমি পরিদর্শন ও লে-আউট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকৌশলী মো. খালিদ হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, ভূমি কর্মকর্তা সাদ আহম্মেদ, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাজিবর রহমান, আইটিসি টেকনিশিয়ান খায়রুল কবির দিনার, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামীম চৌধুরী, ব্যবসায়ী শাহাজাহান সিরাজ প্রমুখ।