কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, ২নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সচিব মো. হাসান, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, ট্যাগ অফিসার।