কার্পাসডাঙ্গায় বড়দিন পালন উপলক্ষে যুবকদের আলোচনা সভা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকায় কার্পাসডাঙ্গার যুবকদের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আশিস বিশ্বাস, মঙ্গল লাহেড়ী, ধ্রুব সরকার (গেন্দু), জিকো ম-ল, লরেন্স ম-ল (লাভলু), যোহন ম-ল, সানি ম-ল, তপন, হারুন সরকার, শমূয়েল ম-ল, বিশ্বজিৎ সরকার, লিওন, ড্যানি, ক্লিনটন, সঞ্জয়, অংকন প্রমুখ। আলোচনাসভা শেষে ধ্রুব সরকারকে সভাপতি ও (গেন্দু), লরেন্স ম-ল (লাভলু) কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।

Comments (0)
Add Comment