কার্পাসডাঙ্গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কর্মবিরতি

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কর্ম বিরতি পালন করেছে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ২ঘণ্টা কর্মবিরতি পালন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আক্তার, শিরিনা খাতুন, মো. মহিবুল, জাহিদুল ইসলাম, শরীফ উদ্দিন, খায়রুল বাশার, শামীম হোসেন, ফরহাদ হোসেনসহ সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম।

Comments (0)
Add Comment