কার্পাসডাঙ্গায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ২ কৃষকের আর্থিক সহায়তা দিলেন ইউএনও

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-বয়রা মাঠে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত অসহায় ২ কৃষককে আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব টাকা কার্পাসডাঙ্গা গ্রামের আক্তারুল ইসলাম ও পীরপুরকুল্লা গ্রামের ফারুক হোসেন নামের অসহায় ২ কৃষকের হাতে তুলে দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বজ্রপাতে কৃৃষকের ধানসহ ধানের গাদায় অগ্নিকা-ের ঘটনা কার্পাসডাঙ্গার সাংবাদিক রতন বিশ্বাসের মাধ্যমে শুনেছিলাম। দরিদ্র পরিবার দুটির অনেক ক্ষতি হয়েছে। যে সময় ধান তুলে বাড়ি নিয়ে যাবে আর সে সময় ঘটনাটি ঘটেছে। কৃষকের আনন্দ ও স্বপ্ন তো এই ফসলের মধ্যেই থাকে। ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক। আমি যতটুকু পেরেছি তাদের দুজনের সার্বিক সহযোগিতা করেছি। তবে বজ্রপাতের সময় মাঠের সকল কৃষককে সাবধানে থাকতে পরামর্শ দেন তিনি। কৃষক আক্তারুল ইসলাম বলেন, গত ৪ দিন আগে বয়রা মাঠে আমার ও পীরপুরকুল্লা গ্রামের ফারুকের ধানের গাদায় বজ্রপাতে দুজনের ধানসহ বিচালি পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি ইউএনও স্যার শুনার পর সাংবাদিক রতন বিশ্বাসের মাধ্যমে আমাদের স্যারের অফিসে যাওয়ার কথা বলেন। স্যার আমাদের আর্থিক সহায়তা করেন। কখনো ভাবিনি যে ওনি আমাদের টাকা দিবেন। উল্লেখ্য গত ২৬ তারিখে বয়রা মাঠে বজ্রপাতে পীরপুরকুল্লা গ্রামের ফারুক হোসেনের ১ বিঘা ও কার্পাসডাঙ্গা গ্রামের আক্তারুল ইসলামের ১৬ কাঠা জমির ধানের গাদায় বজ্রপাত ঘটে। এ সময় অগ্নিকা-ে সব ধান ও বিচালি পুড়ে ছাই হয়ে যায়।

Comments (0)
Add Comment