কার্পাসডাঙ্গায় দিনভর নির্বাচনি গণসংযোগকালে এমপি টসর- আসুন ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করি

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর ছুটছেন নির্বাচনি এলাকার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায়। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়, চাচ্ছেন দোয়া ও ভোট। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিনভর দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি গণসংযোগ করেছেন তিনি। গণসংযোগকালে এমপি টগর বলেন-বাংলাদেশ আজ যেমন নিরক্ষর মুক্ত, তেমনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ থেকে নির্মূল করা হয়েছে সন্ত্রাস ও মাদক। দুর্নীতি দূরিকরণের মধ্যদিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্যগতিতে। এ সরকারের শাসনামলে বছরের শুরুতে শিক্ষার্থীতের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে শতভাগ। চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা হয়েছে। রাস্তা-ঘাট, হাট-বাজার, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদরাসা, ব্রিজ-কালভাটসহ সর্বস্থরে লেগেছে উন্নয়নের ছোঁয়া। শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার, গরিব, দুঃখী, মেহনিত মানুষের সরকার। অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে সকল প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও শিশু ভাতাসহ অসংখ্যক ভাতা প্রদান করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা ভাবে। অতীতে কোনো সরকার প্রতিবন্ধীদের কথা ভাবেনি, গর্ভবতি নারীদের নিয়ে চিন্তা করেনি, গরিব দুঃখী শিশুদের পুষ্টির কথা যেমন ভাবেনি, তেমনি অবহেলিত বয়স্ক বৃদ্ধ বাবা-মায়েদের চিন্তাও তাদের ছিলোনা। এজন্যই আবারো শেখ হাসিনা সরকারকে দেখতে চায় দেশের মানুষ। সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আসুন আবারো নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনা সরকার গঠনে অঙ্গীকার করি। এ সময় সাথে ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্রো, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান কচি, রানা, মিঠু বিশ্বাস প্রমুখ।