কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বোনের আত্মহত্যার চেষ্টার খবর শুনে বোনের স্বামীর বাড়িতে এসে হামলা চালায় বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের উপর। হামলা পাল্টা হামলার ঘটনায় দুজন আহত হন। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার কেসমতের স্ত্রী রজিনা খাতুন পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা চালান। পরিবারের লোকজনের বাধার কারণে আত্মহত্যার হাত থেকে বেঁচে যান গৃহবধূ। পরে বোনের আত্মত্যার খবর শুনে বোনের বাড়িতে আসে কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল মজিদের দুই ছেলে হাসান ও হোসাইন। এসময় তারা দুই ভাই বোনের স্বামী কেসমতকে মারধর করতে থাকে। পরে কেসমতের পরিবারের লোকজন হাসান ও হোসাইনকে বাঁশ দিয়ে মারপিট করে রক্তাক্ত আহত করে। খবর শুনে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই মেজবাহুর রহমান ও এএসআই রওশন আলীসহ পুলিশ সদস্যরা আসে ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ সদস্যরা। পরে পুলিশ আহত হাসান ও তার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।