কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মুন্সিপুর কোম্পানি কমান্ডার আলাউদ্দিন বিশ্বাস, জামাল হোসেন, হুদাপাড়া ক্যাম্প কমান্ডার, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিন, ইউপি সচিব মহি উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, নূর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, দেলোয়ারা খাতুন, শিক্ষক মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, নাজমুল হাসান গেগার, রবি ম-ল, কার্পাসডাঙ্গা পরিবার কল্যাণ অফিসার মো. জামসেদ, ডা. নজরুল ইসলাম, বাজার দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তুহিন আক্তার, ছাত্রলীগ নেতা রিয়াদ, শিবলু খান প্রমুখ।