রতন বিশ্বাস:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ক্রেতাদের কার্ড তৈরি করতে মোঃ মজিবর এর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে জানাগেছে, আরামডাঙ্গা গ্রামের মৃত মোঃ আবুলের ছেলে মোঃ মজিবর (৫০) এর বিরুদ্ধে টিসিবির পণ্য কেনার কার্ড তৈরিতে গ্রামে বেশ কয়েকজন নিন্ম আয়ের মানুষের কাছে ১শত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী দিনমজুরী আরামডাঙ্গা গ্রামের জাহানবি খার ছেলে জাহাঙ্গীর সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আমার টিসিবির পণ্য কেনার কার্ড করে দেয়ার নাম করে ১শত টাকা নিয়েছে মজিবর। টাকা নেয়ার সময় সে আমার ছবি নিয়ে যায়। একই গ্রামের জান মোহাম্মদের ছেলে মহাসিন (২০) অভিযোগ করে বলেন মজিবর টিসিবির পণ্য কেনার কার্ড নিয়ে আসার নাম করে ১শত টাকা নিয়েছে আমার কাছে। আরেক ভুক্তভোগী আবু সুফিয়ানের ছেলে সুমন অভিযোগ করে বলেন আমার কাছে কার্ডের যাবতীয় ব্যবস্থা করে দেয়ার নাম করে মজিবর ১শত টাকা নিয়েছে। এবিষয়ে মজিবর এর কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি গরীব মানুষ। দিনমজুরের কাজ করে খাই। তাদের কাজ করে দিতে হলে আমার কাজে অনুপস্থিত হতে হয়। তাই তাদের কাছে ১শত টাকা নিয়েছি। আরামডাঙ্গা গ্রামের ইউপি সদস্য বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান এবিষয়ে আমি কিছুই জানি না। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাছলিমা আক্তার জানান, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে এসিল্যান্ড সাহেব যাবেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বুধবার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১৩৭৬ তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।