কার্পাসডাঙ্গা

কার্পাসডাঙ্গায় মাদরাসার বিজয়ী ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা মদিনাতুল উলুম মাদরাসার বিজয়ী ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজি এমএ গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মো. হাফিজ উদ্দিন, সদস্য হাজি আলি আকবার, নায়েবে মুহতামিম আলহাজ হাফেজ মাও. ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম, মাদরাসার অধ্যক্ষ মাও. সাইফুল ইসলাম, শিক্ষক হাফেজ মাও. আব্দুল জাব্বার, মাও. নওশাদ আলী, মাও. জাকির হোসেন, ক্বারি মো. মোস্তফা প্রমুখ। উল্লেখ্য গত শনিবার উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা মদিনাতুল উলুম মাদরাসার ৩ কৃতি শিক্ষার্থী বিজয়ী হয়। মাদরাসার শিক্ষার্থী আল ইমরান ‘ক’ গ্রুপে (৫ পারা) ১ম, ‘গ’ গ্রুপে (২০ পারা) আমির হামজা ৩য় ও ‘ঘ’ গ্রুপে (৩০ পারা) রুহুল আমিন ৩য় স্থান অধিকার অর্জন করে।

কার্পাসডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার দুস্থদের মাঝে বিতরণ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের সৌজন্যে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক, সাজিবর রহমান, দেলোয়ারা বেগম, হিসাব রক্ষক তপন কুমার প্রমুখ।

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের নিজ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা বেগম, হিসাব রক্ষক তপন কুমার।

কার্পাসডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মতবিনিময়
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সভাপতি আব্দুল করিম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মো. জামশেদ আলীসহ কর্মচারীবৃন্দ। মতবিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসা বরাদ্দকৃত ওষধ কর্তৃপক্ষ বুঝে নেয়।

Comments (0)
Add Comment