করোনা প্রতিরোধে জনসচেতনতায় মেহেরপুর পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ

 

মেহেরপুর অফিস: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শহরে প্রচার-প্রচারণা চালানো ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে শহরের হোটেল বাজার ও কোর্টমোড় এলাকায় ওই প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

জনগণের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মহামারি করোনা প্রতিরোধে ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। বাড়ির বাইরে বের হলে মাস্ক পরুন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন। নিজে বাঁচুন; অন্যকে বাঁচান। করোনা সম্পর্কিত কোনো গুজব ছড়াবেন না; গুজবে কান দেবেন না।

Comments (0)
Add Comment