করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের খাদ্য সহায়তায় মহেশপুর-৫৮ বিজিবি

 

জীবননগর ব্যুরো: দেশে চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাাঁড়িয়েছে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নসহ ব্যাটালিয়নের অধীন ১৯টি বিওপি খাদ্য সহায়তা প্রদান করেছে। গত দু দিন ধরে এ খাদ্য সামগ্রী করোনা পরিস্থিতির কারণে অসহায় হয়ে পড়া মানুষের হাতে তুলে দেন।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দেশে চলমান মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে দরিদ্র ও দিন মজুরের অসহায় হয়ে পড়েছে। এসকল পরিবার তাদের পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন। গত দু দিনে এ ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার ৯টি ও মহেশপুর উপজেলার ১০টি বিওপি হতে ১ হাজার জন গরীব, দুস্থ ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

Comments (0)
Add Comment