আলমডাঙ্গা ব্যুরো: করোনার বিরুদ্ধে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন আলমডাঙ্গা ফরিদপুরের জনপ্রিয় বিএনপি নেতা দাউদ আলী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘ ১৭ দিন ধরে করোনার বিরুদ্ধে লড়ে গত রবিবার দিনগত রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল ৯টায় জানাযা শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের দাউদ আলী দীর্ঘদিন এলাকায় বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।