সাতক্ষীরা প্রতিনিধি: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল গণি মারা গেছেন। বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় তার বাবা বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে গেলে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার নামাজে জানাজা শেষে স্বাস্থ্য বিধি মেনে তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করার কথা।