আলমডাঙ্গা ব্যুরো: করোনায় মৃত্যুবরণ করেছেন মালয়েশিয়া প্রবাসী আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের এক্সচেঞ্জপাড়ার রেমিট্যান্সযোদ্ধা আব্দুল খালেক লাড্ডু। তিনি গতকাল মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ রাতেই মালয়েশিয়ায় দাফন সম্পন্ন হয়েছে। এক্সচেঞ্জপাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুল খালেক লাড্ডু (৫৫) গত ১১ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালেই মৃত্যুবরণ করেন।