মাথাভাঙ্গা অনলাইন: প্রাণঘাতী করোনা ভাইরাস কোথা থেকে এসেছে তা প্রমাণাদি বিশ্লেষণ করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে চীনের একটি গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার যে অভিযোগ উঠেছে তাও নাকচ করে দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার জেনেভায় এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও জানায়, বিশ্বব্যাপী ছড়ানো এই ভাইরাস চীনে বাদুড় থেকে উৎপত্তি হয়েছিলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা সায়েদ বলেন, ‘সকল তথ্য প্রমাণাদি থেকে জানা যায় যে, ভাইরাসটি একটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে। এটি কোনো গবেষণাগারে বা অন্য কোথাও থেকে ছড়ায়নি। তিনি আরো বলেন, ‘এটা সম্ভবত প্রাণীর উৎস থেকে বিস্তার লাভ করেছে।’ তবে প্রাণী থেকে কীভাবে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ফক্স নিউজে বলা হয়েছিল, প্রথমে চীনের উহানে বাদুর থেকে গবেষণাগারের একজন মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হন। পোলিং এজেন্সি ইউগোভের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ ব্রিটিশ জনগণ মনে করেন, ভাইরাসটি চীনের একটি জীবন্ত প্রাণীর বাজার থেকে ছড়িয়েছে।