ফারুক রাজ,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মৌসুমী জেরীন কান্তা করোনা আক্রান্তদের বাড়িতে যেয়ে দেখাশোনা ও খাদ্য সংগ্রহ কারী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে পিপিই, এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সেনিটাইজার বিতরণ করেন।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপস্থিত থেকে চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিসহ সকল ইউপি চেয়ারম্যানের কাছে এসব করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় ১২ টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ২ টি পিপিই, ২ টি হ্যান্ড স্যানিটাইজার, ৫ টি সার্জিকাল মাস্ক ও ৫ জোড়া হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়৷
ইউএনও মৌসুমী জেরীন কান্তা জানান, ইউপি চেয়ারম্যানের কাছে বিশেষ দায়িত্বে এ সুরক্ষা সামগ্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রদান করবেন৷ যারা করোনা আক্রান্ত রোগীর বাড়িতে লক ডাউনের সময় তাদের সাথে থেকে তাদের খোঁজ খবর নিবে ও আক্রান্ত রোগীর বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিবে।
এ সময় তিনি আরও বলেন, ইসলামিক ফাউণ্ডেশন ও লাশদাফনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে সুরক্ষা সামগ্রি বিতরন করা হবে।