রতন বিশ্বাস: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মেলা ২০২৩ উপলক্ষে ২য় দিনে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কার্পাসডাঙ্গা আটচালা ঘর প্রাঙ্গনে বাঁশরী ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনাসভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নজরুল কিভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি আনতে হবে তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। জ্ঞান বিকাশের ক্ষেত্রে নজরুল রচনাবলী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা নজরুল বই পড়ে মানবতা সম্বন্ধে ধারণা লাভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কার্পাসডাঙ্গা এলাকা কবি নজরুল ইসলামের নামে সকলে চিনবে। কবি নজরুল একজন আন্তর্জাতিক কবি। তিনি ছিলেন বহু গুণের অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের আলি মুনছুর বাবু, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের গবেষণা সচিব রফিক চৌধুরী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব নজির আহমেদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও অগ্নিবীণার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর জেলার ব্যবস্থাপক আরব বিল্লাহ জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আহম্মেদ আলী, শিক্ষক মো. মনিরুজ্জামান, শিক্ষক আবু বক্কর, আপেল হোসেন মেম্বার, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, স্বপন বিশ্বাস, চুল ব্যবসায়ী মিজান, জালাল উদ্দিন প্রমুখ। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী টিটো মুন্সি। সঙ্গীত পরিবেশন করেন বাঁশরীর একটি নজরুল চর্চা কেন্দ্রের শিল্পী ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের শিল্পী ও জেলা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এর আগে বিকেল ৪টায় নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর প্রাঙ্গন আ¤্রকাননে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে জার্সি তুলে দেন।