এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে আলমডাঙ্গা বণিক সমিতির নব-নির্বাচিত সদস্যদের সৌজন্য সাক্ষাত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা ক্ষমতা গ্রহণ করেই চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল শুক্রবার বণিক সমিতির নবনির্বাচিত সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বণিক সমিতির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, আপনারা আলমডাঙ্গার সবচেয়ে বড় একটি সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেছেন। ব্যবসায়ীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছেন। সবাইকে এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি একেএম এনামুল কবির, কামরুজ্জামান হিরা, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আলাউদ্দীন, ক্রীড়া সম্পাদক বাবলুর রহমান, ধর্ম সম্পাদক হাফেজ মো. মোতালেব হোসেন, দফতর সম্পাদক আইয়ুবুর রহমান, সদস্য আব্দুল ওহাব, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন ক্যাপ, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, শফিউল হাসান মিলন ও সিরাজুল ইসলাম। পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে বণিক সমিতির সদস্যরা ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

 

Comments (0)
Add Comment