স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগের চুয়াডাঙ্গা জেলার নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আ.লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ (স্বাস্থ্য বিভাগ) চুয়াডাঙ্গা জেলার শাখার আহ্বায়ক আরমান আলী শেখের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের (স্বাস্থ্য বিভাগ) চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য আখতার হোসেন, বদরুজ্জামান লাভলু, আব্দুর রাজ্জাক, হাদিউজ্জামান, আমিরুল ইসলাম, রোকেয়া খাতুন, সাইফুল, সেলিম উদ্দিন, সদস্য সচিব রহমাতুল্লাহ জুয়েল ও সাজিদ হাসান। উল্লেখ, প্রায় তিন মাস পর সুস্থ হয়ে গত মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা থেকে বিমানযোগে যশোর বিমানবন্দরে অবতরণ করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। পরে সড়ক পথে দুপুরে চুয়াডাঙ্গা নিজ বাসভবনে পৌঁছান তিনি।