স্টাফ রিপোর্টার: ‘এমডি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড এ ভ‚ষিত হলেন দিলীপ কুমার আগরওয়ালা। বাংলাদেশে ক্রমাগতও দ্রুত বর্ধণশীল জুয়েলারি ব্রান্ড এর কর্ণধার হিসেবে এই সম্মননা তার হাতে তুলে দেয়া হয়। আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জুয়েলারি সেক্টরে অসামান্য অবদানের জন্য ও জুয়েলারী ব্রান্ড ইমেজ তৈরীর জন্য দিলীপ কুমারকে এ সম্মননা প্রদান করা হয়। গত ৩০ মার্চ দুবাইয়ের কনরাড সেন্টারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মালয়োশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৫০ টিরও অধিক প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে একমাত্র বাংলাদেশি হিসেবে এ সম্মননা গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিনের পাশাপশি সার্বিক সহযোগিতায় ছিলেন জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারি গ্রæপ, পিজিআইসহ অন্যান্য প্রতিষ্ঠান।