দর্শনা অফিস: দর্শনাকে সুন্দর ও পরিচ্ছন শহর হিসেবে গড়ে তুলতে এবং সার্বিক উন্নয়নের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ‘দর্শনার জন্য আমরা’ নামক সামাজিক সংগঠনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় চত্তরে এ সাংবাদিক সম্মেলন করা হয়। দর্শনাকে উপজেলায় উন্নিত, কেরুজ চিনিকলকে আধুনিকায়ন, পুরাতন বাজার রেলগেটে ওভারপাস ব্রিজ নির্মাণ, দর্শনা পৌর মসজিদ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ৩৬ দফা দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সৈয়দ মজনুর রহমান, অধ্যক্ষ হাজি হাফিজুর রহমান, হাজি আকমত আলী, হাসেম আলী, বীর মুক্তিযোদ্ধা আ. হান্নান সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক।