জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নিধিকুন্ড মাদরাসা মাঠ, রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও মারুফদহ গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনটি পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন খোলস পাল্টে ২৯ বছর ক্ষমতায় ছিলো। তাদের শাসনামলে দেশের কি উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন। আর জাতির পিতার যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার ২৩ বছরের শাসনামলে দেশে কি উন্নয়ন হয়েছে তাও আপনারা দেখেছেন। এই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন।
হাজি আলী আজগার টগর আরও বলেন, আমার প্রশ্ন ২০০৮ সালের আগে বিএনপি ও জামায়াত দীর্ঘসময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। তাদের শাসনামলে এই অঞ্চলে কি উন্নয়ন করেছে। আমি এমপি নির্বাচিত হয়ে দীর্ঘ সাড়ে ১৪ বছরে এ অঞ্চলের প্রায় ৯০ ভাগ রাস্তা পাঁকা করা হয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা থেকে শুরু করে প্রতিটি মসজিদ ও মন্দিরে সাহায্য পায়নি এমন নজির খুঁজে পাওয়া অসম্ভব। ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, দুইটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ অসংখ্য উন্নয়ন করা হয়েছে।