স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু। গতকাল সোমবার বিকেলে নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা, হেমায়েতপুর, বেড়বাড়ি, নতিপোতা ও কালিয়াবকরী গ্রামের বিভিন্ন ওয়ার্ডে ওই মতবিনিময় করেন তিনি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন এবং আওয়ামী লীগ সরকার ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের এ জনপদের উন্নয়ন চিত্র তুলে ধরে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। পদ্মাসেতু আজ দৃশ্যমান। আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করতে পারে তা দেখিয়ে দিয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। কাঁচা রাস্তা পাঁকা হয়েছে। স্কুল, কলেজ এমপিওভুক্ত হয়েছে। বিল্ডিং হয়েছে। ব্রীজ, কালভার্ট হয়েছে। উন্নয়নের কাজ এখনও চলমান রয়েছে। অচিরেই বাকী উন্নয়নের কাজ শেষ করা হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকারের কোন বিকল্প নেই। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহাসীন আলী, ৮ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন, ৯ নং ওয়ার্ডের সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক শাহীন আলী, ৭ নং ওয়ার্ডের সভাপতি লিয়াকত আলী, ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, ৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন, আ.লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, আব্বাস উদ্দিন, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউসার আলী, সাবেক সভাপতি সেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিল মাস্টার, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য মতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ইউপি সদস্য পিজির উদ্দিন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ প্রমুখ।