স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভা, উঠোন বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফরোজা পারভীন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেন। এর আগে রায়লক্ষ্মীপুর গ্রামে ইউপি সদস্য ছবেদা খাতুনের বাড়িতে উঠোন বৈঠক করেন। উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য ছবেদা খাতুন। উঠোন বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আফরোজা পারভীন। গণসংযোগ শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আফরোজা পারভীন বলেন, দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে। আফরোজা পারভীন আরও বলেন, আমি আপনাদেরই লোক। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং জানেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই নৌকার নমিনেশন দিবেন আমরা তাদের পক্ষে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক পপি খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতামর্কীরা।