স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উঠতি বয়সী একাধিক চক্রের অপতৎপরতা বেড়েছে। এক স্কুলছাত্র খুনের পর সদর থানা পুলিশ নড়ে চড়ে বসেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন দোকানে ক্যরামবোর্ডের আড়ালে জুয়াসহ চিহ্নিত কিছু স্থানে উঠতি বয়সীদের আখড়া রুখতে অভিযান শুরু হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগানপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। বাগানপাড়া শ্যাকড়াতলার মোড়ের চা ও ক্যরামবোর্ড খেলার দোকানে অভিযান চালানো হয়। ক্যারামের আড়ালে জুয়া চলে বলে তথ্য পাওয়ায় ক্যরামবোর্ড উল্টে ভেঙে দেয়া হয়। চা দাকানি হাসানুজ্জামান উজ্জল নামের ব্যক্তি এ সময় লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে।