স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র সমন্বয়ে বৃহস্পতিবার এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, হেলমেট পরিধান, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, অতিরিক্ত যাত্রী না নেয়া ও পরিবহন কাউন্টারে টিকিট মূল্য যাচাই করা হয়। বিশেষ অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯২ (১) ধারায় আটটি ও ৬৬ ধারায় একটি মোট ৯টি মামলা ও দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।