ইবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান নাদিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু ইউসুফ। রোববার সকাল সাড়ে ৮টায় ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এতে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি এইচ এম আবু মুসা। নব-নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি আবু ইউসুফ আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নব-নির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। এরপর সেক্রেটারি হিসেবে আবু ইউসুফকে মনোনীত করা হয়।