আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ঘোষবিলার গলাইদড়ি ব্রিজের নিকট জিকে ক্যানেলের বনায়ন কর্মসূচির ৮টি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সদ্য আ.লীগে অনুপ্রবেশকারীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অবৈধ এ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা এলাকার গলাইদড়ি ব্রিজের নিকটবর্তী জিকে ক্যানেলের পাড়ে বনবিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির ৮টি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মধুপুরের আলিম, ঘোষবিলার বাক্কাসহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ৫টি শিশু ও ৩টি মহানিম গাছ গোড়া থেকে করাত দিয়ে কেটে নেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে এমন গালগল্প এলাকায় ছড়িয়ে গাছ কেটে নেয়। কোনোরকম নিলাম কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করেই দিনদুপুরে এ বনায়ন কর্মসূচির গাছ কেটে নেয়া হচ্ছে সংবাদ পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে ফিরে আসে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এসআই ইউসুফ ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাকে জানান, উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। সে কারণে তিনি ফিরে আসেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, মৌখিক নির্দেশের কোনো সুযোগ নেই। তিনি ঘটনাস্থলে সরেজমিন দেখতে যাবেন। তারপর ব্যবস্থা গ্রহণ করবেন।