আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ। সভায় আগামী ২৩ জুন সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌনে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করবে। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরসহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম চন্দন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী চুমকি, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাকী, হাফিজুর ইসলাম লাল্টু, শেখ সেলিম, ডালিম, ফারুখ, সুমন, আকাশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, জান্নাত, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান, গড়াইটুপি ইউনিয়ন চেয়ারম্যানসহ সকল সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment