আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিসভা

 

দামুড়হুদা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপকভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদার স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার, ইউপি চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, আজিজুল হক, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভুট্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম মেম্বার, নূর আলম লাভলু, আসাদুল হক, এসএম ফয়সাল, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেখ হাতেম আলী, সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, যুবলীগ নেতা হৃদয় হাসান, রাজু আহম্মেদ সনজু, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ২৩ জুন দামুড়হুদা সদর ও দর্শনায় আলাদাভাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এমপি আলী আজগার টগরের সাথে আলাপ করে পরবর্তীতে নির্ধারিত সময়সূচি জানানো হবে বলে জানান নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment