স্টাফ রিপোর্টার: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, সহ-সভাপতি আব্দুল মাজেদ, আব্দুস ছালাম (পোস্ট অফিস), আব্দুস ছালাম (বিএডিসি), জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, মিরাজুল ইসলাম নান্টু, সহ-সাধারণ সম্পাদক, শ্রী রবিন কুমার, আব্দুস ছামাদ লালা, আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জুলিয়াস আহমেদ, মিল্টু, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ইদু, আ. মান্নান মুন্না, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন নসু, শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক ফিরোজ খন্দকার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী গৌরচন্দ্র সরকার, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন খাতুন, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি টোকন মিস্ত্রি ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফি, টার্মিনাল শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুর রহমান কাবিল ও সাধারণ সম্পাদক লিটন, জেলা শ্রমিক লীগের অন্যতম সদস্য জালাল উদ্দিন, কিয়ামুদ্দিন, বিএডিসি শ্রমিক লীগের সদস্য মমিন সরদার, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ রহিম, জেলা ট্রাক ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মুন্না, এক্সট্রা মোহরার নকল নবিশ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক পলাশসহ সকল সেক্টরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের।