স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা নিউমার্কেট পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসক নিউমার্কেট গেটে পৌঁছুলে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও সাধারণ সম্পাদক তোসাদ্দেক হোসেন চপল ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী মেহনাজ খান, পুত্র জাহিন, কন্যা জায়ানা ও জেলা প্রশাসনের নাজির শাহীদুল্ল¬াহ কয়েন। নিউ মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রোজনুজ্জামান রোকন, জুয়েল প্রমুখ।