আলমডাঙ্গা হাঁটুভাঙ্গা মাঠপাড়ায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক ছাত্রী। সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছে মেয়ের মা। গতকাল শুক্রবার ১৪ আগস্ট রাত ১০টায় এই ঘটনা ঘটে। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে হাঁটুভাঙ্গা মাটপাড়া গ্রামে এই বাল্যবিয়ে বন্ধ করা হয়। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ জানান, বিশ্বস্ত সূত্রে খবর পাই ভাংবাড়ীয়া ইউনিয়নের হাঁটুভাঙ্গা মাঠপাড়া আনিসুর রহমানের মেয়ে আয়েশা আক্তার সুমির সাথে পাশের গাংনী উপজেলার বাথান পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জয়ের সাথে বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে খবর পেয়ে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ বিয়ে বাড়িতে পরিদর্শনে যায়। এসময় বিয়ের পাত্রীর বয়স পূর্ণ না হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করে দেন। মেয়ের বাবা বিদেশ থাকার কারণে মেয়ের মা এর নিকট হতে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা আদায় করা হয়। মানবিক দিক ও পরিস্থিতি বিবেচনা করে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। সেই সাথে উপস্থিত লোকজনদের বাল্যবিয়ে অপকারিতা ও আইনানুগ শাস্তির বিষয়ে অবহিত করেন পুলিশ। আয়েশা আক্তার সুমি হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

Comments (0)
Add Comment