মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: নির্মিতব্য আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণ বিষয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বধ্যভূমি সেডে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে নির্মিতব্য বধ্যভূমি পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এ পার্কটি শুধু চিত্তবিনোদনের ব্যবস্থা হবে না, একই সাথে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাসও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে যেসব সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠসন্তান তাদেরকে উপযুক্ত সম্মান জানাতে হবে। নতুন প্রজন্মকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবগাঁথা স্মরণ করিয়ে দিতে হবে। স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্থানী হানাদার বাহিনীর নির্যাতন অত্যাচারে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের সুমহান স্মৃতিকে উত্তর প্রজন্মের নিকট পৌঁছে দিতে আলমডাঙ্গা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আ.লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক ইয়াকুব মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা আ.লীগের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আ.লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, আশিকুজ্জামান ওল্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম শ্রমিকলীগের সম্পাদক আমিরুল ইসলাম, কাউন্সিলর আব্দুর গাফফার, যুবলীগ নেতা টুটুল, সৈকত খান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাবিক, টিটন, রুবেল, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, বাদশা, বাপ্পী, নুর আলম প্রমুখ।